যুক্তরাষ্ট্রে ইহুদি কেন্দ্রে হুমকির ঘটনায় একজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ইহুদি কেন্দ্রগুলোতে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনায় জুয়ান থম্পসন নামক একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2017, 04:55 PM
Updated : 3 March 2017, 04:55 PM

৩১ বছর বয়স্ক থম্পসন মিসৌরির সেন্ট লুইসের ইহুদি কমিউনিটি সেন্টারগুলোতে (জেসিসি) অন্তত ৮ টি হুমকি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে থম্পসন এসব হুমকির পেছনে তার সাবেক প্রেমিকা জড়িত বলে দাবি করেছেন।

এবছর ইহুদি কেন্দ্রগুলো ১শ’র বেশি হুমকি পেয়েছে এবং কয়েকটি হুইদি সমাধিস্থলে ভাঙচুরও হয়েছে।

মিসৌরির সেন্ট লুইস থেকে থম্পসনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার দিনশেষে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে বিবিসি।

থম্পসন জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে জেসিসি কেন্দ্রগুলোতে হামলার হুমকি দেন। এছাড়া, নিউ ইয়র্কের এন্টি ডিফামেশন লিগের (এডিএল) কার্যালয়গুলোতে ২১ ফেব্রুয়ারিতে ইমেইল পাঠিয়ে হুমকি দেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এ ইমেইলে বলা হয়েছে, তার সাবেক প্রেমিকা (এফবিআইয়ের কাছে ভিকটিম-১ হিসাবে পরিচিত) বোমা হামলার হুমকির নেপথ্যে রয়েছে। এতে আরও লেখা হয়, সে শহরেই আছে এবং আগামীদিন আরও বোমা হামলার হুমকি দেবে।

ইমেইলটি পাওয়ার পরদিন ২২ ফেব্রুয়ারিতেই একটি ফোন কলে জেসিসি কেন্দ্রে বোমা হামলার হুমকি পাওয়া যায়।