১৪ মার্চে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মের্কেল

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ১৪ মার্চে ওয়াশিংটন সফরে যাচ্ছেন।

>>রয়টার্স
Published : 3 March 2017, 04:25 PM
Updated : 3 March 2017, 04:25 PM

বাণিজ্য নিয়ে মতবিরোধ, ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং গণমাধ্যম সম্পর্কে তার মন্তব্য নিয়ে জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরি সম্পর্কের সূচনা হওয়ার পর এই প্রথম দু’দেশের নেতা বৈঠকে বসতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ সফরের ঘোষণা দিয়েছেন। জার্মানিতে জি-টোয়েন্টি শিল্পোন্নত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে দু’নেতা এ বৈঠক করবেন। এতে করে জুলাইয়ে জি-টোয়েন্টি নেতাদের বৈঠকের জন্য ট্রাম্পের জার্মানি সফরে যাওয়ার পট প্রস্তুত হবে।

জানুয়ারিতে টেলিফোন আলাপের পর এক যৌথ বিবৃতিতে ট্রাম্প এবং মের্কেল নেটো জোটের গুরুত্ব তুলে ধরে সন্ত্রাস মোকাবেলায় একযোগে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

কিন্তু এর কিছুদিন পরই ৭ টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচনা করেন মের্কেল। গণমাধ্যম নিয়ে ট্রাম্পের নেতিবাচক মন্তব্যেরও সমালোচনা করেন মের্কেল।

ফলে ট্রাম্পের তুলনায় তার আগের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেই মের্কেলের সম্পর্ক উষ্ণ ছিল।