হত্যার অভিযোগ থেকে হোসনি মুবারকের মুক্তি

মিশরে ২০১১ সালের গণঅভ্যুত্থানে শত শত বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন  সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2017, 03:24 PM
Updated : 3 March 2017, 04:20 PM

মিসরের সর্বোচ্চ আপিল আদালত তাকে এ অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।

২০১২ সালে এ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মুবারকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। কিন্তু পরে আরও দুবার মামলাটির পুনর্বিচার হয়েছে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার আদালত এ মামলার চূড়ান্ত রায় দিয়েছে। এর ফলে ৮৮ বছর বয়সী হোসনি মুবারক কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সরকারি তহবিল তছরুফের অভিযোগে ৩ বছর সাজা খাটার পরও মুবারককে সামরিক হাসপাতালে আটক রাখা হয়েছে।

২০১১ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মুবারক। কিন্তু বিপ্লবের দিনগুলোতে তার নির্দেশে নিরাপত্তা বাহিনীর হাতে ৮০০ জন নিহত হয়েছে বলে অভিযোগ ছিল।

তবে মুবারক এ অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, ইতিহাসই নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া একজন দেশপ্রেমিক হিসাবে তার বিচার করবে।