চীনের হুমকি ঠেলে দালাইকে অরুণাচলে যেতে দিচ্ছে ভারত

চীনের হুমকি অগ্রাহ্য করে এপ্রিলে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে অরুণাচল প্রদেশে যেতে দিচ্ছে ভারত।

>>রয়টার্স
Published : 3 March 2017, 02:47 PM
Updated : 3 March 2017, 03:05 PM

ভারতের একটি প্রতিনিধিদল সেখানে দলাই নামার সঙ্গে দেখাও করবে।

ভারত দালাই লামাকে অরুণাচল সফরে যাওয়ার অনুমতি দেওয়ার কারণে ক্ষুব্ধ চীন দুদেশের সম্পর্ক নষ্ট হওয়া এবং সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টির হুমকি দিয়েছে।

কিন্তু এ হুমকি উড়িয়ে দিয়ে ভারত বেইজিং কে বলে দিয়েছে, দালাই লামা যেহেতু ধর্মীয় সফরে অরুণাচল প্রদেশে যাচ্ছেন তাই তার এ সফর আটকানোর কোনও যুক্তি নেই।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজুজু শুক্রবার বলেন, ‘‘দালাই লামা অরুণাচল প্রদেশে যাচ্ছেন ধর্মীয় সফরে। তাকে যেতে বাধা দেওয়ার কোনও কারণ নেই। তার ভক্ত অনুরাগীরা তাকে সেখানে চাইছে। তিনি এ সফরে কি ক্ষতি ডেকে আনতে পারবেন? তিনি তো একজন লামা।”