থাইল্যান্ডে হামলায় ৪ জন নিহত

থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলের এক গ্রামে বিদ্রোহীদের বন্দুক হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং আরও দুই শিশু আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

>>রয়টার্স
Published : 2 March 2017, 05:02 PM
Updated : 3 March 2017, 03:01 AM

একটি নিরাপদ অঞ্চল গড়তে সরকারের সঙ্গে বিদ্রোহীদের চুক্তি হওয়ার পরও এ সহিংসতা হল।

থাইল্যান্ডের দক্ষিণে মুসলিম অধ্যুষিত ইয়ালা, পাট্টানি এবং নারাথিওয়াটে দশকব্যাপী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী চলে আসছে।

নিরপেক্ষ পর্যবেক্ষণ গ্রুপ ডিপ সাউথ ওয়াচের হিসাবমতে, বিদ্রোহীদের হামলা ও সরকারি বাহিনীর অভিযানে এ পর্যন্ত অন্তত ৬ হাজার ৫শর বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে নারাথিওয়াটের রুয়েসো গ্রামে একটি পিক আপ ট্রাকে গুলি চলে।

গ্রামের উপপ্রধানের এক সহযোগী গাড়িটি চালাচ্ছিলেন। উপপ্রধানের সঙ্গে ছিলতার স্ত্রী ও শ্যালিকাও। ৮ বছর বয়সী ছেলে এবং আরও দুই শিশুকে নিয়ে গাড়িটি স্কুলে যাচ্ছিল।