মেক্সিকো দেয়াল নির্মাণ নিয়ে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসী ঠেকাতে বিদ্যমান তহবিল দিয়েই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ অবিলম্বে শুরু করার কথা বললেও একাজের জন্য অর্থ সংকটে আছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2017, 03:20 PM
Updated : 2 March 2017, 03:21 PM

দেয়াল তৈরিতে মোট ২,১৬০ কোটি ডলার দরকার হলেও যুক্তরাষ্ট্রের কোষাগারে আছে মাত্র ২ কোটি ডলার।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের  বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

এর আগের এক প্রতিবেদনে রয়টার্স মেক্সিকো সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া এবং দেয়াল তুলতে মোট ২ হাজার ১৬০ কোটি ডলার লাগার আনুমানিক হিসাব দিয়েছিল।

ট্রাম্প বলেছেন বিদ্যমান তহবিলে খরচ কুলাতে না পারলে তিনি কংগ্রেসের কাছে অর্থ চাইবেন। তাছাড়া, পরবর্তীতে মেক্সিকোকেও এ খরচ যোগানোর জন্য চাপ দেওয়া হবে।

ট্রাম্প এর আগেও দেয়াল নির্মাণের অর্থ মেক্সিকোর কাছ থেকে আদায়ের কথা জানিয়েছিলেন। তবে মেক্সিকো তা নাকচ করেছে।

রিপাবলিকান হাউজ স্পিকার পল রায়ান বলেছেন, তিনি আগামী অর্থবছরের বাজেটে সীমান্ত দেয়ালের জন্য তহবিল বরাদ্দ করবেন। তার হিসাবমতে, এ দেয়ার তৈরিতে আনুমানিক খরচ পড়বে ১২০০ কোটি থেকে ১৫০০ কোটি ডলার।