তামিলনাড়ুতে পেপসি, কোকা-কোলা নিষিদ্ধ

ভারতের তামিলনাড়ু রাজ্যে পেপসি ও কোকা-কোলা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ব্যবসায়ীদের অনুরোধে স্থানীয় পণ্যের ব্যবহার নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 03:26 PM
Updated : 1 March 2017, 05:01 PM

বিবিসি জানিয়েছে, রাজ্যের শীর্ষ দুটি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন পানীয় দুটি নিষিদ্ধে প্রস্তাব করে। তারা বলছে, কোমল পানীয় প্রস্তুতকারী ফার্মগুলো নদী থেকে প্রচুর পানি নিয়ে নেওয়ায় কারণে খরার সময় কৃষকদের জমি সেচের জন্য পর্যাপ্ত পানি থাকে না।

বুধবার থেকে রাজ্যজুড়ে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। তবে এ নিষেধাজ্ঞায় অসন্তুষ্টি প্রকাশ করেছে ইন্ডিয়ান বেভারেজ অ্যাসোসিয়েশন (আইবিএ)।

আইবিএ-র পক্ষ থেকে বলা হয়, “এই নিষেধাজ্ঞা শক্তিশালী অর্থনৈতিক উন্নতির প্রমাণিত মৌলিকনীতি বিরোধী।”

“তামিল নাড়ুতে প্রায় দুই হাজার পরিবার সরাসরি কোকা-কোলা এবং পেপসিকো ইন্ডিয়ায় কাজ করছে এবং পাঁচ হাজারের বেশি পরিবার পরোক্ষভাবে সুবিধাভোগী।”

“আইবিএ কর্তৃপক্ষের আশা শুভবুদ্ধির উদয় হবে এবং তামিল নাড়ুতে ক্রেতারা তাদের পণ্য নির্বাচনের অধিকার প্রয়োগ করবেন।”