কাবুলে একাধিক টার্গেটে তালেবান হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে পুলিশ, সেনাবাহিনী এবং গোয়েন্দা লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা।

>>রয়টার্স
Published : 1 March 2017, 11:57 AM
Updated : 1 March 2017, 11:57 AM

শহরের অন্তত দুটি এলাকায় হামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন নিরাপত্তা কর্মকর্তারা।

শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই কাবুলের পশ্চিমে নিরাপত্তা বাহিনী এবং অজ্ঞাতপরিচয় হামলাকারীদের মধ্যে গুলিবিনিময়ের শব্দ পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, লড়াই চলছিল একটি সামরিক প্রশিক্ষণ স্কুলের অদূরেই একটি জেলা পুলিশের সদরদপ্তরের কাছে।

এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এক হামলাকারী পুলিশ ভবনে আটকা পড়েছে।

আরেকটি হামলা হয়েছে কাবুলের পূর্ব উপকণ্ঠে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা দ্য ন্যাশনাল ডাইরেক্টরেট ফর সিকিউরিটি (এনডিএস) লক্ষ্য করে।

সামরিক কমান্ডার আব্দুল নাসির জিয়াই বলেন, “ দুই সন্ত্রাসী একটি ভবনে ঢোকে। একজন নিজেকে উড়িয়ে দেয়। আর দ্বিতীয় জনকে আফগান নিরাপত্তা বাহিনী গুলি করেছে।”

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এনডিএস এ হামলায় একজন  নিহত হয়েছে। আর কাবুলের পশ্চিমে পুলিশ কার্যালয়ে হামলায় অন্তত ৩৫ জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে তালেবান জঙ্গিরা এ হামলাগুলোতে বহু মানুষ হতাহত হয়েছে বলে দাবি করেছে।