গাজায় ইসরায়েলের বিমান হামলা, আহত চার

ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি রকেট নিক্ষেপের পর গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত চারজন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

>>রয়টার্স
Published : 27 Feb 2017, 04:57 PM
Updated : 27 Feb 2017, 04:57 PM

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, রকেট হামলার জবাব দিতে তাদের যুদ্ধ বিমান গাজায় হামাসের পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তবে এখন পর্যন্ত রকেট হামলার দায় কেউ স্বীকার করেনি।

ইসরায়েল কর্তৃপক্ষ জানায়, হামলা যেই করুক। যেহেতু গাজা থেকে হামলা চালানো হয়েছে তাই তারা ফিলিস্তিনি গেরিলা দল হামাসকেই এজন্য দায়ী করছে।

ইসলামপন্থি দল হামাস গাজা উপত্যকার শাসন ব্যবস্থা পরিচালনা করে আসছে।

২০১৪ সালের যুদ্ধের পর হামাস ও ইসরায়েলের মধ্যে কার্যত যুদ্ধ বিরতি চলছে। তবে সালাফি নামে গাজার ছোট্ট একটি সশস্ত্র বাহিনী ওই যুদ্ধ বিরতি মানে না এবং মাঝে মধ্যেই ইসরায়েলে রকেট হামলা চালায়।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, “গাজায় কোনো ধরনের সামরিক অভিযান চালানোর ইচ্ছা বা অভিপ্রায় কোনোটাই আমাদের নেই। কিন্তু আমরা আমাদের দিকে আসা রকেটের সামান্য টুকরাকেও কখনও মেনে নেব না।”

তবে হামাস এর মুখপাত্র ফাওজি বারহোউম বলেছেন, ‘প্রতিরোধ ব্যবস্থায়’ কোনও ধরনের আঘাতের কারণে সংকটের বিস্তার ঘটলে তার জন্য ইসরায়েল দায়ী থাকবে।