বিমান হামলায় ঊর্ধ্বতন আফগান তালেবান কমান্ডার নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে বিমান হামলায় ঊর্ধ্বতন তালেবান কমান্ডার মোল্লা আব্দুল সালাম আখন্দের মৃত্যুর খবর জানিয়েছেন তালেবান কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 01:53 PM
Updated : 27 Feb 2017, 01:53 PM

যদিও এর আগে কয়েকবারই কুন্দুজনের তালেবান বাহিনীর কমান্ডার আখন্দের মৃত্যুর খবর ছড়িয়েছিল।

নিরাপত্তার খাতিরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ তালেবান সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গত সপ্তাহে একটি বিমান হামালায় কুন্দুজ প্রদেশের প্রধান সালাম আখন্দসহ আরও দুই তালেবান সদস্যের মৃত্যু হয়।

তিনি বলেন, “তিনি কয়েকদিন আগে ভ্রমণে বেরিয়েছিলেন এবং দাশতে আরর্চি শহরের একটি বাড়িতে অবস্থান করছিলেন। যেখানে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।”

তবে কারা ওই হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে আখন্দের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, রোববার একটি মার্কিন যুদ্ধ বিমান থেকে কুন্দুজে হামলা চালানো হয়েছে।

রোববারের হামলায় আখন্দ ছাড়াও আরও আট তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছেন আফগান পুলিশ উত্তরের জ্যেষ্ঠ পুলিশ কমান্ডার শের আজিজ কামাওয়াল।