যুক্তরাষ্ট্রে ‘মাতাল’ চালকের গাড়ির ধাক্কায় আহত ২৮

এক ‘মাতাল’ চালক যুক্তরাষ্ট্রের নিউ অর্লিয়েন্স শহরে মার্ডি গ্রা প্যারেড দেখতে জড়ো হওয়া দর্শকদের ওপর পিকআপ ট্রাক চালিয়ে দিয়ে ২৮ জনকে আহত করেছেন।

>>রয়টার্স
Published : 26 Feb 2017, 04:39 AM
Updated : 26 Feb 2017, 05:04 AM

শনিবার সন্ধ্যায় নিউ অর্লিয়েন্সের মিড সিটি এলাকার প্যারেড রুটের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

নিউ অর্লিয়েন্স পুলিশ জানিয়েছে, সড়কের গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত একটি পাশ দিয়ে আসা ওই পিকআপটি ময়লাবাহী একটি গাড়িসহ তিনটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে জড়ো হওয়ার লোকজনের ওপর উঠে যায়। 

পুলিশ সঙ্গে সঙ্গেই ওই পিকআপের চালককে আটক করে। আলুথালু বেশের, ঢুলুঢুলু চোখের ওই ব্যক্তিকে দেখতে মাতালের মতো লাগছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা বলে ভাবছে না পুলিশ।

আহত মোট ২৮ জনের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহত অপর সাতজনের আঘাত তেমন গুরুতর নয়।

আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান মাইকেল হ্যারিসন।

পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য আটক পিকআপ চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।