‘হমসে হামলায় সিরীয় নিরাপত্তা বাহিনীর ১৪ সেনা নিহত’

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর হমসে সিরীয় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গিদের হামলায় অন্তত ১৪ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

>>রয়টার্স
Published : 25 Feb 2017, 08:20 AM
Updated : 25 Feb 2017, 08:21 AM

শনিবার ভোরের এ হামলায় নিহতদের মধ্যে জ্যেষ্ঠ এক সেনা কর্মকর্তা রয়েছেন বলে ব্রিটিশ-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠীটি জানিয়েছে। 

হামলার পর থেকেই গোলাগুলি ও বিস্ফোরণের তীব্র শব্দে শহরটি প্রকম্পিত হয়ে উঠেছে বলে জানিয়েছে তারা।

তবে হামলাকারী জঙ্গিরা ইসলামিক স্টেটের (আইএস) না অন্য কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্য তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। হমস শহরের অবরুদ্ধ একটি অংশ বাদে পুরো শহরটি সিরীয় সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি বাহিনীর দ্বারা অবরুদ্ধ ওই অংশটি মধ্যপন্থি একটি বিদ্রোহী গোষ্ঠীর দখলে আছে।

সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আইএস জঙ্গিরা এখানে প্রায়ই বোমা হামলা হামলা চালিয়ে থাকে। 

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শহরটিতে সরকারি বাহিনীর লক্ষ্যস্থলগুলোতে অন্তত একটি আত্মঘাতী হামলা চালানো হয়েছে, তাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।