‘এ দেশ থেকে বেরিয়ে যাও’ বলে ভারতীয়কে গুলি যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের কানসাসের এক বারে ভারতীয় এক প্রকৌশলীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 08:58 AM
Updated : 24 Feb 2017, 09:01 AM

নিহত শ্রীনিবাস কুচিবোতলার (৩২) বাড়ি ভারতের হায়দরাবাদে। ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করছিলেন তিনি। কুচিবোলতার স্ত্রী সুনয়না দুমালাও সেখানে একটি প্রযুক্তি কোম্পানিতে কাজ করেন।

এনডিটিভি জানিয়েছে, বুধবার রাতে বন্ধু অলোক মাদাসানিকে নিয়ে ওলাথে শহরের একটি বারে গেলে সেখানেই সাবেক এক মার্কিন নৌসেনা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলি করার সময় ৫১ বছর বয়সী অ্যাডাম পুরিনটন দুই ভারতীয়কে উদ্দেশ্য করে ‘আমার দেশ থেকে বেরিয়ে যাও’ বলে চিৎকার করেছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

শ্রীনিবাস ও অলোককে বাঁচাতে গেলে পুরিনটন ওই বারে থাকা এক মার্কিন নাগরিককে লক্ষ্য করেও গুলি ছোড়ে, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয় বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

আহত অলোক মাদাসানি। ছবি- এনডিটিভি

অ্যাডাম পুরিনটন। ছবি- এনডিটিভি

ঘটনার পাঁচ ঘণ্টা পর পুলিশ মিজৌরির একটি স্থানীয় বার থেকে পুরিনটনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।