মসুল বিমানবন্দরের দখল নিয়েছে ইরাকি বাহিনী

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কাছে মসুলের বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 01:41 PM
Updated : 23 Feb 2017, 01:41 PM

আইএসের দখলে থাকা ইরাকের মসুল শহরের পশ্চিমাঞ্চল পুনরুদ্ধারে শুরু করা সাঁড়াশি অভিযানে এটি ইরাকি বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

মসুলকে আইএস মুক্ত করতে বিমানবন্দরটিকে অভিযান চালানোর কেন্দ্র হিসাবে ব্যবহার করতে পারে ইরাকি বাহিনী।

আইএসের প্রবল প্রতিরোধের মুখে চারঘণ্টা বিমানবন্দর দখলের অভিযান চলে। ইরাকি সেনাদের সঙ্গে লড়াইয়ে নিয়োজিত ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিদেশি সেনারাও।

আইএস বিমানবন্দরটির রানওয়ে ধ্বংস করেছে। বিমানবন্দরের ভবনগুলোতে ঢুকে থাকা আইএস জঙ্গিদের গোলার মুখেও পড়েছে ইরাকি সেনারা।

জঙ্গিরা লড়াইয়ের মধ্যেও কাছের একটি সামরিক ঘাঁটিতে প্রবেশ করে বলে জানিয়েছেন এক সামরিক মুখপাত্র। জঙ্গিদের পাতা একটি বোমায় এক ইরাকি লেফটেন্যান্ট নিহত হন।

টাইগ্রিস নদীর পশ্চিমে মসুলের দক্ষিণ উপকণ্ঠে আল গাজলানি সামরিক ঘাঁটি এবং বিমানবন্দরটির অবস্থান। ইরাকি বাহিনী দক্ষিণপশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে গাজলানি ঘাঁটিতে প্রবেশ করে। একইসঙ্গে তারা যায় দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তাল আল রুম্মান এবং আল মামুন এলাকায়।

আইএসের কথা উল্লেখ করে ওই এলাকার এক অধিবাসী বলেন, সন্ত্রাসবিরোধী বাহিনী আল মামুনে ঢোকামাত্র আইএস জঙ্গিরা পালায়।

র‌্যাপিড রেসপন্স বাহিনী হিসাবে পরিচিত ফেডারেল পুলিশ এবং এলিট স্বরাষ্ট্রমন্ত্রণালয় ইউনিট বিমানবন্দর দখলে আইএস এর সঙ্গে লড়েছে।

ফেডারেল পুলিশের ক্যাপ্টেন আমির আব্দুল করিম বলেন, “আইএস কে ছত্রভঙ্গ করতে আমরা কয়েকটি দিক থেকে তাদেরকে আক্রমণ করে যাচ্ছি। যাতে তারা নতুন করে সংগঠিত হতে না পারে।”

গতমাসে ইরাকি বাহিনী মসুলের পূর্বাঞ্চল দখল করেছে।