লাহোরে বাজারে বোমা বিস্ফোরণে নিহত ১০

পাকিস্তানের লাহোরে একটি বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 23 Feb 2017, 09:27 AM
Updated : 23 Feb 2017, 05:44 PM

কর্মকর্তারা জানান, লাহোরের একটি আবাসিক এলাকার পাশে অবস্থিত ওই বাজারটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। সেখানে থাকা বাড়ি, ব্যাংক ও দোকানগুলোও ঘিরে রাখা হয়েছে এবং কাউকে ঢুকতে বা বেরতে দেওয়া হচ্ছে না।

যদিও প্রাথমিকভাবে স্থানীয় টেলিভিশন চ্যানেল জিও নিউজ এ জেনারেটর বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়েছিল।

পরে পাঞ্জাব পুলিশ ও প্রাদেশিক সরকারের পক্ষ থেকে রয়টার্সকে বিস্ফোরণের কারণ বোমা বলে জানানো হয়। এ হামলার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

পাঞ্জাব পুলিশের মুখপাত্র নায়েব হায়দার বলেন, “এটা বোমা হামলা ছিল। সেখানে কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।”

প্রত্যক্ষদর্শী ব্যাংককর্মী মোহাম্মদ খুররাম রয়টার্সকে বলেন, “প্রচণ্ড বিস্ফোরণে আমাদের ভবনটি কেঁপে উঠে। আমরা ভবন থেকে দ্রুতে নেমে যাই এবং নিচে দাঁড় করিয়ে রাখা একটি মোটরবাইকে আগুন জ্বলতে দেখি। বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের সবগুলো ভবনের জানালার কাঁচ ভেঙ্গে গেছে।”

সম্প্রতি পাকিস্তান জুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা অনেক বেড়ে গেছে।

গত ১৭ ফেব্রুয়ারি সিন্ধু প্রদেশে একটি সুফি মাজারে আত্মঘাতী হামলায় ৯০ জন নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।

ওই হামলার পর পাকিস্তান জুড়ে বিশেষ করে সিন্ধু প্রদেশ এবং আফগান সীমান্তে অভিযানে শতাধিক জঙ্গি নিহত হওয়ার দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।