কাশ্মিরে ভারতীয় সেনাবহরে হামলায় নিহত ৪

জাম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাদের একটি বহরে বন্দুকধারীদের হামলায় তিন সেনা ও এক নারী নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 06:15 AM
Updated : 23 Feb 2017, 06:15 AM

সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে স্থানীয় বয়োজ্যেষ্ঠ ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এনডিটিভির খবরে বলা হয়, শোপিয়ান জেলায় বুধবার মধ্যরাতের পর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের সেনারা মাতৃগ্রামে সন্ত্রাস বিরোধী অভিযান শেষে ব্যারাকে ফিরছিল। সাতটি গাড়ির ওই বহরে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বহরের প্রথম দুইটি গাড়ি চলে যেতে দেয় এবং তৃতীয় ও চতুর্থ গাড়ির উপর দুই দিক থেকে গুলি করে।

জবাবে পাল্টা গুলি চালায় সেনারা। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে গোলাগুলি চলে। যদিও সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

হামলাকারীদের খুঁজে বের করতে সেখানে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।

ঘটনাস্থলেই এক সেনার মৃত্যু হয়। পরে আরও ‍দুইজন মারা যান। আহতের অবস্থাও আশঙ্কাজনক, তাদের মধ্যে দুইজন সেনা কর্মকর্তা রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের শ্রিনগর নিয়ে যাওয়া হয়েছে।

নিহত নারীর নাম জান বেগম। সংঘর্ষের মধ্যে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

তার ছেলে এনডিটিভিকে বলেন, “আমার মা উপরতলার ঘরে ছিলেন। গুলির শব্দে আমি ঘুম থেকে জেগে উঠি এবং তাকে দেখতে যাই। আমি তাকে মৃত দেখতে পাই।”

গত তিন সপ্তাহে জাম্মু ও কাশ্মিরে সেনাদের উপর এটা চতুর্থ বড় ধরণের হামলা।

আগের তিনটি হামলায় এক মেজরসহ ছয় সেনা নিহত হয়েছেন।