যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত মেক্সিকানের আত্মহত্যা

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার মাত্র আধঘণ্টা পর মেক্সিকোর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2017, 04:23 PM
Updated : 22 Feb 2017, 04:23 PM

বিবিসি জানায়, তৃতীয়বারের মত বিতাড়িত হওয়ার পর সীমান্তে অবস্থিত একটি সেতুর উপর থেকে নীচে ঝাঁপ দেন ৪৫ বছর বয়সী গুয়াদালুপে অলিভাস ভালেন্সিয়া।

পরে অজ্ঞান অবস্থায় সেতুর নীচ থেকে তাকে উদ্ধার করা হয়। পাশেই একটি প্লাস্টিকের ব্যাগে তার জিনিসপত্র পড়ে ছিল।

হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই অলিভাসের মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশ থেকে অবৈধ অভিবাসী বিতাড়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছে এবং সেগুলোর কঠোর বাস্তবায়ন শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিতাড়িত করার সময় অলিভাস মেক্সিকো ফিরতে চান না বলে  চিৎকার করছিলেন। ওই সময় তাকে পাগলের মত লাগছিল।

যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো এবং মেক্সিকোর তিজুয়ানার মধ্যবর্তী সীমান্তের প্রধান সীমান্তদ্বার এল শ্যাপারাল থেকে সমান্য দূরে একটি সেতু থেকে লাফিয়ে নিচে পড়েন অলিভাস।

মেক্সিকোর অভিবাসন কর্মকর্তারা জানান, এই নিয়ে তৃতীয়বার অলিভাসকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়।

চিকিৎসকরা জানান, উপর থেকে প্রচণ্ড জোরে মাটিতে আছড়ে পড়ার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অলিভাস।

মেক্সিকোর সবচেয়ে সংঘাতময় প্রদেশ সিনালোয়ার বাসিন্দা অলিভাস দেশটির অন্য আরও অনেক নাগরিকদের মত কিছুটা উন্নত জীবন যাপনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

ট্রাম্প প্রশাসনের তথ্যানুযায়ী, দেশটিতে প্রায় এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে, যাদের অধিকাংশই মেক্সিকো থেকে আসা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলির বুধবার মেক্সিকো সফরে যাওয়ার কথা রয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে বৃহস্পতিবার তারা সাক্ষাৎ করবেন।

বৈঠকে তারা সীমান্ত নিরাপত্তা, আইনের বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা এবং বানিজ্য বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।