বিয়ের আয়োজনে জাঁকজমক কমাচ্ছে কাশ্মির

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিয়ের আয়োজনে বিপুল খরচে জাঁকজমকের লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2017, 02:48 PM
Updated : 22 Feb 2017, 02:48 PM

এ সংক্রান্ত একটি নির্দেশ জারি হয়েছে। যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

অপব্যয়, অপচয় এবং অতিরিক্ত কোলাহলের অভিযোগ উঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকারের ।

বিবিসি’র খবরে বলা হয়, সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত বেশ কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

যার মধ্যে রয়েছে,  কনের পরিবার ৫০০ জনের বেশি এবং বরের পরিবার ৪০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানাতে পারবে না।

সেইসঙ্গে ‘খাবার অপচয় রোধ নিশ্চিত করতে’ প্রধান খাবার হিসেবে সাত পদের বেশি দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে।

কাশ্মিরে বিয়ের আয়োজন ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে হয়। সেখানে বিয়েতে আতিথি আপ্যায়নে আমিষ ও নিরামিষসহ অনেক পদের খাবার দেওয়া হয়, যা স্থানীয়ভাবে ‘ওয়াজওয়ান’ নামে পরিচিত।

যদিও ১৯৮৪ সালে কাশ্মিরে একই ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু ব্যপক বিক্ষোভের মুখে তা বাতিল করা হয়।

কাশ্মিরের একজন এমপি পুরো ভারতজুড়ে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছেন বলেও জানিয়েছে বিবিসি।