হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনি জেনারেল নিহত

দক্ষিণ ইয়েমেনে সেনাবাহিনীর একটি শিবির লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে এক জ্যেষ্ঠ জেনারেল নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 22 Feb 2017, 08:52 AM
Updated : 22 Feb 2017, 08:52 AM

বুধবারের এ ঘটনায় আরো বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে সামরিক একটি সূত্র জানিয়েছে।

নিহত জেনারেলের পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলেন, “আজ ভোরে আল মোখা শহরের ওই শিবিরটিতে ক্ষেপণাস্ত্রটির আঘাতে আরো বেশ কয়েকজনের সঙ্গে ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আহমেদ সায়িফ আল ইয়াফেই নিহত হয়েছেন।” 

আল মোখা লোহিত সাগরের একটি বন্দর শহর। শহরটি লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালীর নিকটবর্তী। এই প্রণালী দিয়েই বিশ্বের অধিকাংশ তেলবাহী ট্যাঙ্কার যাতায়াত করে।

সম্প্রতি এই এলাকায় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরব সমর্থিত ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির অনুগত সেনাদের তীব্র লড়াই চলছে। 

২০১৪ সাল থেকে শুরু হওয়া ইয়েমেনের গৃহযুদ্ধে দেশটির হাজার হাজার মানুষ নিহত ও  প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তীব্র দারিদ্র, যুদ্ধে বিধ্বস্ত এবং সৌদি-নেতৃত্বাধীন বাহিনীর নৌ-পথে নিষেধাজ্ঞার কারণে দেশটির খাদ্য নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

খাদ্য সংকট চলতি বছরে দুর্ভিক্ষে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।