‘দুতের্তে সিরিয়াল কিলার’

ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তেকে ‘সিরিয়াল কিলার’ আখ্যা দিয়ে তাকে দেশ পরিচালনায় অযোগ্য ঘোষণার জন্য মন্ত্রিসভাকে আহ্বান জানিয়েছেন এক সিনেটর। নাম লেইলা ডি লিমা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 02:17 PM
Updated : 21 Feb 2017, 02:17 PM

দুতের্তে দাভাওয়ের মেয়র থাকার সময় ডেথ স্কোয়াড চালু করেন এবং ভাড়াটে খুনি দিয়ে প্রতিপক্ষদেরকে হত্যা করাতেন বলে সাবেক পুলিশ কর্মকর্তা আরতুরো ল্যাসকানাস অভিযোগ তোলার পর সিনেটর লিমা এ আহ্বান জানালেন।

লেইলা ডি লিমা প্রেসিডেন্ট দুতের্তের কড়া সমালোচক হিসেবে পরিচিত। একজন ‘অপরাধী’ প্রেসিডেন্টের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য মন্ত্রিসভাকে আহ্বান জানিয়েছেন তিনি। দুতের্তে দেশ পরিচালনার অযোগ্য বলে দাবি করেন তিনি।

পুলিশ কর্মকর্তা ল্যাসকানাসের স্বীকারোক্তির পর প্রেসিডেন্ট দুতের্তে যে একজন ঘোর সমাজাবরোধী এবং সিরিয়াল কিলার এ ব্যাপারে আর সন্দেহ নেই উল্লেখ করে লিমা জনগণকে তার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তোলার ডাক দেন এবং তাকে এর জন্য জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানান।