লিবিয়া সৈকতে ভেসে এসেছে ৭৪ শরণার্থীর লাশ

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় জাউইয়া শহরের সৈকতের কাছে ভেসে এসেছে ৪৭ শরণার্থীর লাশ। রেড ক্রিসেন্টের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

>>রয়টার্স
Published : 21 Feb 2017, 01:21 PM
Updated : 21 Feb 2017, 01:21 PM

মঙ্গলবার মুখপাত্র মোহাম্মদ আল-মিসরাতি বলেন, “লাশগুলো সোমবার উদ্ধার করা হয়েছে। গত দুইদিনে তারা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই প্রাপ্তবয়স্ক। তাদের বেশিরভাগই এসেছে সাব সাহারা আফ্রিকার দেশগুলো থেকে। তাদের তিনজন ছাড়া আর সবাই পুরুষ।”

রেড ক্রিসেন্ট সৈকতে পড়ে থাকা সাদা-কালো আবরণে ঢাকা লাশগুলোর ছবি প্রকাশ করেছে।

ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে পাড়ি দেওয়ার প্রধান রুটে পরিণত হয়েছে লিবিয়া।

পশ্চিমে ত্রিপোলি এবং তিউনিসিয়া সীমান্তের মধ্যবর্তী লিবিয়া উপকূল থেকেই বেশির ভাগ শরণার্থী যাত্রা করে। যাত্রাপথে মারা যাওয়া শরণার্থীদের দেহ ভেসে আসে লিবিয়া উপকূলে।