হিটলারের টেলিফোন ২৪৩,০০০ ডলারে নিলাম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসী নেতা অ্যাডলফ হিটলারের ব্যবহৃত একটি লাল টেলিফোন নিলামে ২৪৩,০০০ ডলারে বিক্রি হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2017, 02:52 PM
Updated : 20 Feb 2017, 02:52 PM

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের চ্যাসাপিক শহরের এক নিলামে ফোনটি বিক্রি হয়। তবে এটি যিনি কিনেছেন তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।

 ফোনটির গায়ে অ্যাডলফ হিটলারের নাম খোদাই করা আছে। ১৯৪৫ সালে বার্লিনের একটি বাঙ্কারে ফোনটি পাওয়া গিয়েছিল।

জার্মানির আত্মসমর্পণের পরপরই সোভিয়েত সেনারা সুভ্যেনির হিসেবে ফোনটি তুলে দিয়েছিলেন ব্রিটিশ কর্মকর্তা স্যার র‌্যাল্ফ রেইনারের কাছে।

‘অ্যালেকজান্ডার হিস্টোরিক্যাল অকশন্স’ হাউজ ফোনটি বিক্রি করেছে।

অকশন হাউজের কর্মকর্তারা ফোনটিকে গণবিধ্বংসী মারণাস্ত্রের সঙ্গে তুলনা করেছেন। কারণ, হিটলার এ ফোনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ মারার নির্দেশ দিতেন। তার দেওয়া নির্দেশে সে সময় বহু মানুষকে হত্যা করা হয়।

ফোনটি ছাড়াও নিলামে হিটলারের অ্যালসেশিয়ান কুকুরের একটি মূর্তিও ২৪ হাজার ৩শ’ ডলারে বিক্রি হয়েছে। এটি কিনেছেন অন্য আরেকজন।