ভিয়েতনামি মাছ ধরার ট্রলারে হামলায় নিহত ১, অপহৃত ৭

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় এলাকার সাগরে ভিয়েতনামি একটি মাছ ধরার ট্রলারে বন্দুকধারীদের হামলায় এক সারেং নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 20 Feb 2017, 09:05 AM
Updated : 20 Feb 2017, 09:05 AM

ওই ট্রলারটি থেকে সাত জেলেকে অপহরণ করা হয়েছে বলে সোমবার জানিয়েছে ফিলিপিন্সের কোস্টগার্ড। 

এমভি গিয়াং হাই নামের ওই ট্রলারটিতে ২৫ জন ভিয়েতনামি জেলে ছিল। এদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করেছে ফিলিপিন্স কোস্টগার্ড ও নৌসেনারা।

কোস্টগার্ড জানিয়েছে, রোববার সন্ধ্যায় তাওয়ি তাওয়ি এলাকার বাগুয়ান দ্বীপের কাছে ট্রলারটি আক্রান্ত হয়। এই এলাকাটি কুখ্যাত জঙ্গিগোষ্ঠী আবু সায়েফের শক্তিকেন্দ্রের নিকটবর্তী।

কোস্টগার্ডের মুখপাত্র কমান্ডার আরমান্দ বালিলো জানিয়েছেন, ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে এবং সামরিক বাহিনী ও পুলিশের সহযোগিতায় হামলাকারীদের পশ্চাদ্ধাবন করা হচ্ছে।

ব্যাপক অস্ত্রে সজ্জিত এবং উচ্চ প্রযুক্তির জাহাজ চালনা যন্ত্রপাতিতে সমৃদ্ধ আবু সায়েফ ফিলিপিন্সের সামরিক বাহিনীর জন্য একটি কঠিন সমস্যা। সুলু দ্বীপপুঞ্জ এলাকায় ব্যাপক সেনা মোতায়েন সত্বেও এই এলাকায় বিদ্যমান জলদস্যুতা ও অপহরণ সমস্যার সুরহা করতে পারেনি সামরিক বাহিনী।

ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত এই জঙ্গিগোষ্ঠীটি জলদস্যুতা ও অপহরণের সঙ্গে জড়িত। অপহরণের পর দাবিকৃত মুক্তিপণ না পেলে অপহৃতদের শিরশ্ছেদ করে থাকে গোষ্ঠীটি।