প্রত্যাখ্যাত রেকর্ড সংখ্যক শরণার্থী ফেরত পাঠাবে জার্মানি

আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া রেকর্ড সংখ্যক শরণার্থীকে এবছর নিজ দেশে ফেরত পাঠাবে জার্মানি।

>>রয়টার্স
Published : 19 Feb 2017, 02:47 PM
Updated : 19 Feb 2017, 02:47 PM

জার্মানি গতবছরও রেকর্ড সংখ্যক ৮০ হাজার শরণার্থীকে দেশে ফেরত পাঠিয়েছিল। এবছর শরণার্থীর এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন শীর্ষ কর্মকর্তারা।

‘বিল্ড আম জনটাগ’ পত্রিকায় চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের চিফ অব স্টাফ পিটার আইটমায়ার বলেন, “আমরা গতবছর আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া  ৮০ হাজার শরণার্থীকে ফেরত পাঠিয়েছি। এ সংখ্যা এবছর আরও বাড়বে। ২০১৬ সালে ৭ লাখ আশ্রয়ের আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৩ লাখ আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। তাদেরকে দ্রুতই দেশে ফেরত পাঠাব আমরা। কারণ, তা না করলে আইনের শাসনের ভিত্তিতে পরিচালিত আমাদের রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হবে।”

খোলা দ্বার নীতির আওতায় জার্মানি গত ১৮ মাসে ১০ লাখেরও বেশি শরণার্থী নিয়েছে। সিরিয়া, ইরাক, আফগানিস্তান থেকেই বেশিরভাগ শরণার্থী জার্মানিতে গেছে।

শরণার্থী নেওয়ার মের্কেলের এ নীতি সমালোচিত হয়েছে। ফলে আবেদন প্রত্যাখ্যাত হওয়া শরণার্থীদের দ্রুত ফেরত পাঠানোর মধ্য দিয়ে অভিবাসন নীতিতে জনগণের সমর্থন ধরে রাখার প্রয়াস নেওয়া জরুরি বলে জানিয়েছেন আইটমায়ার।