উত্তর কোরিয়া থেকে কয়লা আমদানি বন্ধ করল চীন

সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো নিয়ে উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে দেশটি থেকে সব ধরনের কয়লা আমদানি নিষিদ্ধ করেছে চীন।

>>রয়টার্স
Published : 19 Feb 2017, 01:00 PM
Updated : 19 Feb 2017, 01:00 PM

২০১৭ সালের শেষ নাগাদ এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

বিবিসি জানায়, গত সপ্তাহে উত্তর কোরিয়ার  ১০ লাখ ডলারের একটি কয়লার চালান চীনের ফিরিয়ে দেওয়ার খবর প্রকাশের পর এবার কয়লা আমদানিই নিষিদ্ধ করল দেশটি।

এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার একমাত্র বন্ধুপ্রতিম দেশ চীন পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি বন্ধ করতে কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নের সূচনা করল।

কয়লা উত্তর কোরিয়ার সবচেয়ে বড় রপ্তানি পণ্য। চীনের কয়লা আমদানি নিষিদ্ধের পদক্ষেপ উত্তর কোরিয়ার ভঙ্গুর অর্থনীতির জন্য বড় ধরনের ধাক্কা।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর সৎ ভাই কিম জং ন্যাম মালয়েশিয়ায় খুন হওয়ার কয়েকদিনের মধ্যেই চীন এ পদক্ষেপ নিল।