মনিপুরের ইলম শর্মিলাকে ৫০ হাজার রুপি দিলেন কেজরিওয়াল

মনিপুরের ‘লৌহমানবী’ ইলম শর্মিলার আর্থিক সঙ্কটের পড়া রাজনৈতিক দলকে ৫০ হাজার রুপি দান করেছেন দিল্লির মুখ‌্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 06:34 AM
Updated : 19 Feb 2017, 06:35 AM

শর্মিলার দল পিপলস্ রিসারর্জেন্স এন্ড জাস্টিস অ‌্যালায়েন্স (পিআরজেএ) মনিপুরের রাজ‌্য নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু দলটি তীব্র অর্থকষ্টে পড়েছে বলে খবর এনডিটিভির। 

তহবিল যোগাড়ে পিআরজেএ অনলাইনে আবেদন জানিয়েছে। তাদের আবেদনে সাড়া দিয়েছেন ভারতের আম আদমি দলের প্রধান দিল্লির মুখ‌্যমন্ত্রী কেজরিওয়াল। নিজের টুইটার একাউন্টে পিআরজেএ-র আবেদনটি শেয়ার করে অন‌্যদেরও পিআরজেএ-কে সহায়তা করার আবেদন জানিয়েছেন তিনি।

ভারতের আম আদমি (এএপি) পার্টির প্রধান দিল্লির মুখ‌্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল। রয়টার্স

নিজের টুইটে কেজরিওয়াল বলেছেন, “আমার ক্ষুদ্র সহায়তা হিসেবে তাকে ৫০,০০০ রুপি দান করছি এবং তাকে সহায়তা দেওয়ার জন‌্য সবার প্রতি আবেদন জানাচ্ছি।”  

রাজ‌্য নির্বাচনের ব‌্যয় মেটানোর জন‌্য মনিপুরের প্রথম আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে গণচাঁদার শরণ নিচ্ছে পিআরজেএ। আর্থিক সঙ্কটের পাশাপাশি দলটি কর্মী সঙ্কটেও ভুগছে। গণমানুষের কাছে পৌঁছানোর জন‌্য দলটির সদস‌্যরা সাইকেলে করে প্রচারণা চালাচ্ছেন।

পিআরজেএ-র সূত্রগুলোর তথ‌্যানুযায়ী, তারা আরো সদস‌্য সংগ্রহ করতে, নির্বাচন ব‌্যয়ে স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন‌্য ‘পরিবর্তনের জন‌্য দশ’ শ্লোগান দিয়ে অনলাইনে গণচাঁদা সংগ্রহ শুরু করেছে।

গণচাঁদার মাধ‌্যমে দলটি এ পর্যন্ত মোট সাড়ে চার লাখ রুপি সংগ্রহ করতে পেরেছে বলে জানা গেছে।