ক্যালিফোর্নিয়ায় ঝড়ে ২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়ে দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2017, 11:54 AM
Updated : 18 Feb 2017, 11:54 AM

ঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতে কোথাও কোথাও আকস্মিক বন্যাও দেখা দিয়েছে।

লস অ্যাঞ্জেলেসে ভূমি ধসের আশঙ্কায় শতাধিক বাড়িঘর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সড়কগুলোতে পানি উঠে যাওয়ায় গুরুত্বপূর্ণ অনেক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

ঝড়ের কারণে বিমান চলাচলও ব্যহত হচ্ছে। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই শতাধিক ফ্লাইট বাতিল হয়ে গেছে।

ঝড়ের প্রভাবে গত ছয় বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবীদরা।

এই বৃষ্টিপাতের দ্বারা অঙ্গরাজ্যটিতে এক বছরের বেশি সময় ধরে চলা খরা সমস্যার নাটকীয় সমাধান হবে বলেও আশা করা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের ওয়াকস এলাকায় একটি গাছ উপড়ে বিদ্যুতের তারের উপর পড়লে সেই তার গিয়ে একটি গাড়ির উপর পড়ে এবং গাড়ি চালকের মৃত্যু হয়।

আর ভিক্টরভিলে আকস্মিক বন্যায় পানির তোড়ে একটি গাড়ি ভেসে গিয়ে একটি সিংকহোলে ডুবে গেলে গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি মারা যায়।

একই ধরণের আরেকটি ঘটনায় গাড়ির ভেতরে থাকা ব্যক্তি কোনো রকমে গাড়ির ছাদে উঠে নিজের প্রাণ রক্ষা করে।

ওয়েদারবেল অ্যানালাইটিক এর আবহাওয়াবীদ রায়ান মাউই বলেন, আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়া প্রায় ১০ ট্রিলিয়ন গ্যালন বৃষ্টিপাত হবে। যা দিয়ে নায়াগ্রা জলপ্রপাতে ১৫৪ দিনের পানির যোগান দেওয়া সম্ভব।