বিশ্বের প্রয়োজনেই ইইউকে দরকার, বললেন ট্রুডো

ইউরোপীয় ইউনিয়নকে শান্তিপূর্ণ সহযোগিতার অভূতপূর্ব মডেল হিসেবে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

>>রয়টার্স
Published : 16 Feb 2017, 05:14 PM
Updated : 16 Feb 2017, 05:14 PM

ইউনিয়নের আইন প্রণেতাদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন, যা ইউরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সমালোচনাময় ঢঙ থেকে সম্পূর্ণ আলাদা।

বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টে ট্রুডো বলেন, আটাশ রাষ্ট্রের এই ইউনিয়নের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

অবশ্য ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে ইউরোপ থেকে ব্রিটেনের সরে আসার সিদ্ধান্তকে প্রশংসিত হয়েছে তার কণ্ঠে।

ইংরেজি ও ফারসি ভাষায় দেওয়া বক্তৃতায় ট্রুডো বলেন, “সামষ্ঠিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় যে চ্যালেঞ্জের মুখে রয়েছে তা মোকাবেলায় আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বলার অপেক্ষা রাখে না, বিশ্ব আপনাদের শক্তিশালী ভূমিকা থেকে উপকৃত হচ্ছে।”

“কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্র, স্বচ্ছতা, আইনের শাসন, মানবাধিকার এবং বৈচিত্রে বিশ্বাস করে,” যোগ করেন তিনি।