অস্ট্রেলিয়ায় দুই জার্মান পর্যটকের মৃতদেহ উদ্ধার

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির প্রত্যন্ত অঞ্চলে জার্মানির দুই পর্যটককে মৃত অবস্থায় পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2017, 12:53 PM
Updated : 14 Feb 2017, 12:53 PM

বিবিসি’র খবরে বলা হয়, ওই দম্পতির বয়স ৭০ বছরের উপরে। তারা এ মাসের শুরুতে অস্ট্রেলিয়ায় যান এবং নর্দান টেরিটরির তৃতীয় বৃহত্তম শহর অ্যালিস স্প্রিংস থেকে  একটি গাড়ি ভাড়া করেন।

রোববার ত্রেফিনা জর্জ থেকে ৭০ কিলোমিটার দূরে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই দম্পতির খোঁজ শুরু হয়।

গত শুক্রবার থেকে আস্ট্রেলিয়া জুড়ে তাপদাহ শুরু হয়েছে। রোববার ত্রেফিনা জর্জে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

সোমবার ৭৬ বছর বয়সী ওই ব্যক্তি এবং পরদিন তার স্ত্রীর মৃতদেহ খুঁজে পাওয়া যায়।

পুলিশ জানায়, কাছেই তাদের ক্যামেরাটিও পাওয়া যায়। সেখানে থাকা ছবি দেখে জার্মানিতে ওই দম্পতির পরিবার তাদের শনাক্ত করে।

সার্জেন্ট ফিল এমিট বলেন, “নিখোঁজ ওই পর্যটক দম্পতির খোঁজে নর্দান টেরিটরি পুলিশ, জুরুরি সেবা এবং পার্ক অ্যান্ড ওয়াইল্ডলাইফ রেঞ্জাররা ওই এলাকার ৮০ বর্গকিলোমিটার এলাকা চিহ্নিত করছে এবং ৫০ বর্গকিলোমিটারের বেশি এলাকা তন্নতন্ন করে খুঁজেছে।”

“দুর্ভাগ্যজনকভাবে এই পরিস্থিতিতে যে ফল পাওয়া গেছে তা নিখোঁজ ওই দম্পতি ও তাদের পরিবারের জন্য খুবই দুঃখজনক।”

অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ এরই মধ্যে জার্মান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানিয়েছে বিবিসি।