তাইওয়ানে পর্যটন বাস উল্টে অন্তত ৩২ জন নিহত

তাইওয়ানে পর্যটন বাস উল্টে অন্তত ৩২ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশ বয়স্ক বলে উদ্ধারকারী বাহিনী জানিয়েছে।

>>রয়টার্স
Published : 14 Feb 2017, 02:20 AM
Updated : 14 Feb 2017, 02:20 AM

সোমবার রাতে রাজধানী তাইপেতে ওই দুর্ঘটনায় বাসে থাকে ৪৪ জনের মধ্যে ৩০ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অপর দুই জনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাইওয়ান পর্যটন ব্যুরো জানিয়েছে, তিয়েহ লিয়েন হুয়া ট্রাভেল এজেন্সির আয়োজনে বাসযাত্রীরা ভ্রমণে যাচ্ছিলেন।

যাত্রীদের সবাই তাইওয়ানের, তবে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এজেন্সি সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

চৌ শি-হুং নামে ওই কর্মকর্তা বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা জরুরি ভিত্তিতে সহায়তার জন্য ছুটে গেছি।”

তবে বাসটি কীভাবে দুর্ঘটনায় পতিত হলো তা এখনও পরিষ্কার হওয়া যায়নি। যদিও স্থানীয় টেলিভিশনে বলা হয়েছে, বাসটি একটি বাঁক অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপে গিয়ে আঘাত করে উল্টে যায়।