সেই ‘হিটলার’ গ্রেপ্তার

নাৎসী একনায়ক হিটলারের মতো গোঁফ, চুলের ছাঁট আর পোশাক পরা সেই ব‌্যক্তিকে গ্রেপ্তার করেছে অস্ট্রিয়ার পুলিশ।

>>রয়টার্স
Published : 13 Feb 2017, 10:43 PM
Updated : 14 Feb 2017, 04:09 AM

এক ব্যক্তি এডলফ হিটলারের জন্মস্থানের আশপাশে ‘হিটলার’ সেজে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে খবর পেয়ে দুদিন আগে তদন্ত শুরু করে অস্ট্রীয় কর্তৃপক্ষ।

সোমবার রাতে হিটলারের জন্মস্থান ব্রাউনাউ অ্যাম ইন থেকে ২৫ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় একটি পত্রিকাকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, হিটলার যে বাড়িতে জন্মেছিলেন তার সামনে দাঁড়ানো অবস্থায় শনিবার তাকে দেখা যায়।

তাছাড়া স্থানীয় বইয়ের দোকানগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত সাময়িকী নাড়াচাড়া করতেও তাকে কেউ কেউ দেখেছেন বলে স্থানীয় বাসিন্দাদের অনেকে জানিয়েছেন।

নিজেকে ‘হ্যারল্ড হিটলার’ পরিচয় দেওয়া ওই যুবকের চুল এবং গোঁফ হুবহু এডলফ হিটলারের মত করে ছাঁটা। হিটলারের অনুকরণে ‘ট্রেডমার্ক’ পোশাকও ছিল তার গায়ে।

পুলিশের একজন মুখপাত্র বলেন, “এটা হাস্যরসাত্মক উৎসবের উপলক্ষ নয়। ওই যুবক নিজেও জানত সে কী করছে।”

অস্ট্রিয়ার আইন অনুযায়ী, হিটলার বা নাৎসিদের মহিমান্বিত করা একটি অপরাধ।

১৮৮৯ সালে ব্রাউনাউ অ্যাম ইনে হিটলারের জন্ম হয়েছিল, এলাকাটি তখন অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।

১৯৩৮ সালে জার্মানি অস্ট্রিয়াকে নিজেদের দখলে নিয়ে নেয়।