ইসলামাবাদে ‘ভালবাসা দিবস’ উদযাপন নিষিদ্ধ

মুসলিম সংস্কৃতির অংশ নয় বলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভ্যালেন্টাইনস ডে বা ‘ভালবাসা দিবস’ উদযাপনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 03:26 PM
Updated : 13 Feb 2017, 03:26 PM

ইসলামাবাদ হাই কোর্টের দেওয়া এ আদেশে সব সরকারি অফিস এবং জনসমাগম এলাকায় এ দিবস উদযাপন করতে মানা করা হয়েছে।

সেইসঙ্গে গণমাধ্যমকে দিবসটির প্রচার এবং এ উপলক্ষে আয়োজিত কোনও অনুষ্ঠানের খবর প্রচার না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্যালেন্টাইনস ডে ইসলামিক সংস্কৃতির অংশ নয় মর্মে এক ব্যক্তির আবেদনে আদালত এ রায় দেয়।

পাকিস্তানের দৈনিক ডন পত্রিকার খবরে বলা হয়, ওই পিটিশনে ভালবাসা বিস্তারের নামে ভ্যালেন্টাইনস ডে তে ব্যভিচার, নগ্নতা এবং অসভ্যতার প্রচার চালানো হয় বলে দাবি করা হয়।

 ইসলামাবাদে এই প্রথম ভ্যালেন্টাইনস ডে উদযাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ হল। তবে দোকান এবং রেস্তোরাঁ নিষেধাজ্ঞার আওতাধীন নয়।

গত এক দশকে পাকিস্তানের কয়েকটি নগরে ভ্যালেন্টাইনস ডে উদযাপন বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে দেশটির ধর্মভিত্তিক দলগুলো একে ব্যভিচারের প্রচার বলে মনে করে।

এক বছর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনূর হুসাইন ভালবাসা দিবস উদযাপন করা উচিত না বলে মন্তব্য করেছিলেন। যুক্তি হিসেবে বলেছিলেন, এটা পশ্চিমা প্রথা এবং কোনও ভাবেই পাকিস্তানের সংস্কৃতির অংশ নয়।

এছাড়া, গত বছর স্থানীয়ভাবে দেশটির কয়েকটি এলাকায় ভ্যালেন্টাইনস ডে উদযাপন নিষিদ্ধ করা হয়েছিল।