অস্ট্রেলিয়ায় দাবানলে শহর ধ্বংস

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রত্যন্ত অঞ্চলের জঙ্গলে ছড়িয়ে পড়া দাবানলে এরই মধ্যে ছোট্ট একটি শহর ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 02:55 PM
Updated : 13 Feb 2017, 02:55 PM

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়, ইউআরব্রি নামের ছোট্ট ওই শহরটির মোট ১২টি ভবনের মধ্যে নয়টিই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

রুরাল ফায়ার সার্ভিস (আরএফএস) এর তথ্যানুযায়ী, নিউ সাউথ ওয়েলস জুড়ে ৮০টিরও বেশি স্থানে আগুন জ্বলছে, যেগুলোর মধ্যে ২০টি স্থানে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

তবে ভয়াবহ এই আগুনে এখনও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যা উল্লেখকরার মত বলে মনে করেন আরএফএস কর্তৃপক্ষ।

আরএফএস কমিশনার শান ফিটজসিমন্স বলেন, ডুনেডুর কাছে একটি স্থানে আগুন প্রায় ২০০ কিলোমিটার এলাকা ছড়িয়ে পড়েছে এবং ৫০ হাজার হেক্টর ভূমি পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে প্রায় আড়াই হাজার মানুষ কাজ করছে, যাদের অনেকেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন।

আগুনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের একজনের হাতে মারাত্মক ক্ষত এবং আরও কয়েকজনের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে বলে জানান ফিটজসিমন্স।

গত শুক্রবার থেকে অস্ট্রেলিয়ায় তাপদাহ চলছে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় এবং মরুভূমি থেকে আসা তপ্ত ঝড়ো বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।