ক্যালিফোর্নিয়ায় ট্রেনের লাইনচ্যুত ২২ বগি বন্যার পানিতে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি সেতু পার হওয়ার সময় একটি মালবাহী ট্রেনের ২২টি বগি লাইনচ্যুত হয়ে বন্যার পানিতে তলিয়ে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 09:25 AM
Updated : 13 Feb 2017, 09:25 AM

তবে শুক্রবারের এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।

স্থানীয় সময় শুক্রবার দুপুর পৌনে ১টার সময় এল্ক গ্রোভ শহরের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনটিতে তিন ব্যক্তি ছিলেন বলে জানিয়েছে ইউনিয়ন প্যাসিফিক রেলরোডের মুখপাত্র জাস্টিন জ্যাকব।

জ্যাকবের বরাতে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ট্রেনটিতে ৩৩টি বগি ছিল, এর মধ্যে ২২টি লাইনচ্যুত হয়ে নিকটবর্তী কসুমনেস নদীর বন্যার পানিতে তলিয়ে যায়। 

দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে ইউনিয়ন প্যাসিফিক রেলরোড কোম্পানি। কেউ আঘাত না পাওয়ায় স্বস্থি প্রকাশ করে কোম্পানিটি জানিয়েছে, ডুবে যাওয়া বগিগুলোতে প্রাণ ও প্রতিবেশের জন্য ক্ষতিকর কোনো পদার্থ নেই।

বৃহত্তর স্যান ফ্রান্সিসকো বে এলাকার ট্র্যাসি শহর থেক অঙ্গরাজ্যের রাজধানী সাক্রামেন্টোর রোজভিলে যাচ্ছিল ট্রেনটি। এতে খাদ্যপণ্য বহন করা হচ্ছিল বলে জানিয়েছে রেলরোড কোম্পানি।

ট্রেন লাইনচ্যুতির কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে।