ট্রাম্প-বিরোধী স্টাইনমায়া জার্মানির প্রেসিডেন্ট নির্বাচিত

জার্মানিতে পার্লামেন্টে অধিবেশনে সংসদ সদস্যদের ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভালটেন স্টাইনমায়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-বিরোধী হিসাবেও তিনি পরিচিত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 04:02 PM
Updated : 13 Feb 2017, 04:00 AM

এই সোস্যাল ডেমোক্র্যাট নেতা  জনমত  জরিপে শুরু থেকেই এগিয়ে ছিলেন। তাছাড়া, বিভিন্ন সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনায়ও সোচ্চার ছিলেন।

জার্মানিতে প্রেসিডেন্ট পদ অনেকটাই আনুষ্ঠানিক হলেও দেশের বাইরে প্রেসিডেন্ট জার্মানির প্রতিনিধিত্ব করেন।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের আমলে দুইবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা (২২ নভেম্বর ২০০৫ থেকে ২৭ অক্টোবর ২০০৯ এবং ২০১৩ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত)   স্টাইনমায়া ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন।

২০০৯ সালে ফেডারেল নির্বাচনে তিনি মেরকেলের প্রতিদ্বন্দ্বী ছিলেন। এ বছর সেপ্টেম্বরে জার্মানির পরবর্তী ফেডারেল নির্বাচন।

শরণার্থীদের অবাধ প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে মেরকেলের জোট সরকারের শরীক সোস্যাল ডেমোক্র্যাটরা এবার মেরকেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

স্টাইনমfয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া তাদের ওই অবস্থানকে আরও দৃঢ় করল।

বিদায়ী প্রেসিডেন্ট ৭৭ বছর বয়সী গাউক বার্ধক্যজনিত কারণে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন।

মেরকেলের দল খ্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে।

শরণার্থীদের অবাধ প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে মেরকেলের জোট সরকারের শরীক সোস্যাল ডেমোক্র্যাটরা এবার মেরকেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

স্টাইনমfয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া তাদের ওই অবস্থানকে আরও দৃঢ় করল।

বিদায়ী প্রেসিডেন্ট ৭৭ বছর বয়সী গাউক বার্ধক্যজনিত কারণে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন।

মেরকেলের দল খ্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে।