গ্রিসে ২য় বিশ্বযুদ্ধের বোমা, সরানো হল ৭০ হাজার মানুষ

গ্রিসের তেসালোনিকি শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা নিস্ক্রিয় করতে এলাকা থেকে ৭০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 02:08 PM
Updated : 12 Feb 2017, 02:08 PM

রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ করার সময় বোমাটি পাওয়া যায়। এটিকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রিসের নগর এলাকায় ফেলা এটিই সবচেয়ে বড় বোমা বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া, বোমা নিস্ক্রিয় করতে এত মানুষ সরিয়ে নেওয়াটাও একটি বড় ঘটনা।

আঞ্চলিক গভর্নর এপোস্টলস জিজিকোস্তাস বলেছেন, “বিপদ এখনও আছে। বোমা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মানুষজনকে ওই এলাকার বাইরে থাকতে হবে।”