নাগরিকত্ব আইন শিথিল নিয়ে সুইজারল্যান্ডে ভোট

নাগরিকত্ব নিয়ে বর্তমান কঠোর আইন শিথিল করা হবে কিনা সেই প্রশ্নে সুইজারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 12:40 PM
Updated : 12 Feb 2017, 12:40 PM

স্থানীয় সময় রোববার বিকাল নাগাদ ভোটের ফল আসতে শুরু করবে বলে জানিয়েছে বিবিসি।

সুইজারল্যান্ডের বর্তমান আইন অনুযায়ী সেখানে জন্মগ্রহণ করলেও দেশটির নাগরিকত্ব পাওয়ার কোনও নিশ্চয়তা নেই।

আর দেশটিতে স্থায়ীভাবে বসবাস করছেন এমন ব্যক্তিরা ১২ বছর বসবাসের পর মাত্র নাগরিকত্বের আবেদন করার অনুমতি পান। তবে এজন্য বেশ কিছু যাচাই-বাছাই এবং সরকারি কর্মকর্তাদের সামনে সাক্ষাৎকার দিতে হয়। যা বেশ ব্যয় সাপেক্ষ এবং জটিলতপূর্ণ।

নতুন বিলে তৃতীয় প্রজন্মের অভিবাসীদের ক্ষেত্রে আমলাতান্ত্রিক ওই সমস্ত জটিলতা এড়িয়ে যাওয়ার বিষয়ে বেশ কিছু প্রস্তাব রাখা হায়েছে।

তৃতীয় প্রজন্মের অভিবাসী বলতে ওই সব ব্যক্তিদের বোঝানো হচ্ছে যারা সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং তাদের পিতা ও পিতামহ স্থায়ীভাবে দেশটিতে বসবাস করেন।

প্রস্তাবিত বিলের সমর্থকদের যুক্তি, সুইজারল্যান্ডে জন্মেছে এবং আজীবন সেখানেই বসাবাস করছে এমন ব্যক্তিদের যখন তাদের অস্তিত্বের প্রমাণ দিতে বলা হয় তখন সেটা হাস্যকর বিষয়ে পরিণত হয়।

অন্যদিকে প্রস্তাবের বিরোধিতাকারীদের আশঙ্কা, এর মাধ্যমে ভবিষ্যতে সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করা অভিবাসীদের জন্য সহজেই দেশটির নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হয়ে যাবে।

সুইজারল্যান্ডের মোট জনসংখ্যার ২৫ শতাংশ অভিবাসী।

তৃতীয় প্রজন্মের মোট অভিবাসীদের অর্ধেকের বেশিই ইতালি বংশোদ্ভূত। তারপরই রয়েছে বালকান ও তুরস্কের নাগরিকরা।