ট্রাম্প আমলে উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা

জাপান সাগরে নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 03:41 AM
Updated : 12 Feb 2017, 03:43 AM

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে জাপান সাগরের পূর্ব অংশে উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বলে তথ‌্য পেয়েছে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শুরুর পর এটিই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমা এবং ব্যালিস্টিক ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে, যা নিয়ে ওই এলাকায় উত্তেজনা ক্রমেই বাড়ছে।

রোববারের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় কোরীয় উপদ্বীপের পশ্চিম পাশের উত্তর পিয়ঙ্গান প্রদেশের বাঙ্গিয়ুন বিমানঘাঁটি থেকে।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন।

এদিকে দক্ষিণ কোরিয়া সরকার জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফের অফিস থেকে উত্তরের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘শক্তির প্রদর্শনী’ অ্যাখ্যা দেওয়া হয়েছে।

বছরের শুরুতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছিলেন, তার দেশ শিগগিরই নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরের সময় যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সতর্ক করে বলেছিলেন, উত্তর কোরিয়া তেমন কিছু ঘটালে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাতে দেরি করবে না।

উত্তরের হুমকি মোকাবেলায় এ বছরের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স সিস্টেম বসানোরও ঘোষণা দেন তিনি।

গত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর আভাস দিয়ে বলেছিল, তাদের এ ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের সীমানায় আঘাত হানতে সক্ষম।

২০১৬ এর সেপ্টেম্বরে দেশটি পঞ্চমবারের মতো পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালানোর কথা জানায়। বিশেষজ্ঞরা সে সময় বলেছিল, উত্তর কোরিয়া দাবি করলেও তাদের প্রযুক্তি এখনও যুক্তরাষ্ট্রে হামলা চালানোর মত সক্ষমতা অর্জন করেনি।