আমাদের আইনি কাঠামো ভেঙ্গে পড়েছে: ট্রাম্প

মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞায় স্থগিতাদেশের প্রেক্ষিতে আদালতকে ইঙ্গিত করে একের পর এক বক্তব্য দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

>>রয়টার্স
Published : 11 Feb 2017, 08:31 PM
Updated : 11 Feb 2017, 08:31 PM

শনিবারও তিনি যুক্তরাষ্ট্রের আইনি কাঠামো নিয়ে হতাশা প্রকাশ করে টুইট করেন।

সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন বৃহস্পতিবার খারিজ হয়ে যায় নাইন্থ সার্কিট আপিল কোর্টে।

ওই আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্টের নির্বাহী আদেশে নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে রায় দেয়।

আদেশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেন: এর সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন জড়িত এবং বিষয়টি তিনি আদালতেই দেখবেন।

আদালতের ওই আদেশকে ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ আখ্যা্য়িত করে শেষ রায় পক্ষে যাবে বলেও আশার কথা শোনার তিনি।

অবশ্য শুক্রবার ট্রাম্প ফের তার সুর বদল করে নতুন নিষেধাজ্ঞা জারির আভাস দেন।

আইনি ব্যবস্থা নিয়ে শনিবারও সরব ছিলেন তিনি।

ফ্লোরিডা থেকে এক টুইটে তিনি বলেন, “আমাদের আইনি কাঠামো ভেঙ্গে পড়েছে! নির্বাহী আদেশে স্থগিতাদেশ আসার পর সন্দেহজনক দেশগুলোর ৭৭ শতাংশ শরণার্থী যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি পেয়েছে। কী ভয়ঙ্কর!”