ভারতের উত্তর প্রদেশে প্রথম দফা ভোটগ্রহণ

ভারতের উত্তর প্রদেশে স্থানীয় নির্বাচনের প্রথম দফায় প্রায় এক কোটি ৩০ লাখ ভোটার ভোট দিয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2017, 03:17 PM
Updated : 11 Feb 2017, 03:17 PM

ভারতের পাঁচ রাজ্য উত্তর প্রদেশ, গোয়া, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও মণিপুরে ৪ ফেব্রুয়ারি থেকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে ৮ মার্চ পর্যন্ত। ১১ মার্চ ভোটের ফল ঘোষণা করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার এটাই সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে।

উত্তর প্রদেশের জনসংখ্যা প্রায় ২২ কোটি। সেখানে মোট সাত দফায় ভোট গ্রহণ হবে। পরবর্তী ভোট গ্রহণের তারিখ ১৫,১৯, ২৩ ও ২৭ ফেব্রুয়ারি এবং ৪ ও ৮ মার্চ।

দুর্নীতি রোধে গত বছর নভেম্বরে হঠাৎ করেই রুপির সবচেয়ে বড় দুইটি নোট অচল ঘোষণা করেন মোদী। যার প্রভাবে দেশজুড়ে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ‘বিরূপ প্রভাব’ দেশের অর্থনীতিতে পড়েছে বলে স্বীকার করেছে ভারত সরকার।

সরকারের পক্ষ থেকে চালানো এক অর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে, নোট বাতিল করার কারণে দেশের উন্নয়নের গতি (জিডিপি) ধীর হয়ে গেছে।