জাপানে তুষারপাতে নিহত ২

জাপানে ব্যাপক তুষারপাতে অন্তত ২ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে।

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2017, 02:22 PM
Updated : 11 Feb 2017, 02:22 PM

পুলিশের বরাত দিয়ে জাপানের বার্তা সংস্থা কিয়োডো তুষারপাতে দুইজনের মৃত্যুর খবর জানিয়েছে।

শুক্রবার থেকে শুরু হওয়া তুষারপাতের জাপানে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। ব্যহত হচ্ছে রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা।

কয়েকটি এলাকা বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার প্রচণ্ড তুষারপাতে সড়কগুলোতে প্রায় ২৫০ গাড়ি আটকা পড়ে গেছে, সেগুলো উদ্ধারের কাজ চলছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে রোববারও জাপান জুড়ে, বিশেষ করে উপকূলীয় এলাকায় ব্যাপক তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে।

এদিন ততরো প্রদেশে সর্বোচ্চ ৯১ সেমি তুষারপাত রেকর্ড করা হয়, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

ততরো প্রদেশের পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানান, তুষারপাতে এই প্রদেশে দুই জনের মৃত্যুর খবর তারা পেয়েছেন।

জাপানের বেশিরভাগ এলাকায় এখন তাপমাত্রা শূন্য থেকে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

তবে ওসাকা, কোবে, কিয়েতো, কিয়েশু, নাগাসাকি, নাহা, কাগুশিমা ও হিরোশিমার অবস্থা সবচেয়ে খারাপ বলে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।