সতর্ক থাকাই ভাল হবে: ইরানের রুহানিকে ট্রাম্প

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির পক্ষে ‘সতর্ক থাকাই ভাল হবে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

>>রয়টার্স
Published : 11 Feb 2017, 07:30 AM
Updated : 11 Feb 2017, 07:30 AM

‘ইরানিদের হুমকি দিয়ে যারা কথা বলে তাদের পস্তাতে হবে’, ইরানি প্রেসিডেন্টে হাসান রুহানির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার ট্রাম্প একথা বলেছেন।

২৯ জানুয়ারিতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে গত সপ্তাহে ট্রাম্প ইরানকে ‘নজরদারিতে রাখার’হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি দেশটির কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

শুক্রবার ইরানের রাজধানী তেহরানের দেশটির ইসলামি বিপ্লবের বর্ষপূর্তিতে অনুষ্ঠিত এক সমাবেশে লাখো মানুষের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট রুহানি ট্রাম্পের ওই হুঁশিয়ারির জবাব দেন।

ইসলামি বিপ্লবের ৩৮ বছর পূর্তির সমাবেশে রুহানি বলেন, “ইরানিদের প্রতি হুমকি দিয়ে যেই কথা বলুক না কেন, তাকে অনুশোচনা করতে বাধ্য করবে ইরানিরা।” 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ানের প্রেস কেবিনে ট্রাম্পের সংক্ষিপ্ত এক উপস্থিতির সময় রুহানির বক্তব্যের বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “সতর্ক থাকই তার জন্য ভাল হবে।” 

ওই সময় ট্রাম্প ওয়ান ফোর্স ওয়ানে করে সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে নিয়ে ছুটি কাটাতে ফ্লোরিডার পাম বিচে নিজের মালিকানাধীন মার-আ-লাগো অবকাশ কেন্দ্রে যাচ্ছিলেন।

ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণাত্মক ভঙ্গির কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির লক্ষণ প্রকাশ পাচ্ছে।