আসন্ন সন্ত্রাসী হামলা ঠেকাল ফ্রান্সের পুলিশ, গ্রেপ্তার চার

চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করে ফ্রান্সের মাটিতে আসন্ন একটি সন্ত্রাসী হামলা পুলিশ ঠেকিয়ে দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 02:36 PM
Updated : 10 Feb 2017, 02:36 PM

দক্ষিণাঞ্চলীয় মম্পেলিয়ে শহরে সন্ত্রাসবিরোধী পুলিশ একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জামসহ তিন ছেলে ও ১৬ বছরের এক মেয়েকে খুঁজে পায়।

ঘরে তৈরি ওই বিস্ফোরকগুলো অনেকটা ২০১৫ সালে প্যারিসে চালানো হামলায় ব্যবহৃত বিস্ফোরকের মত। আটক মেয়েটি অনলাইনে জিহাদি ঘোষণা দিয়েছে বলেও খবর পাওয়া গেছে।

এর আগের কয়েকটি খবরে মম্পেলিয়ে শহরে আটক হওয়াদের একজন আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলে জানা যায়।

স্থানীয় একটি সংবাদ সাইট এমসিক্স ইনফো- তে বলা হয়েছে, চারজনই প্যারিসে একটি পর্যটনস্থলে হামলার পরিকল্পনা করছিল। তারা বিস্ফোরক তৈরির উপাদান কেনার পর গ্রেপ্তার হয়।

২০১৫ সালের শুরু থেকে ফ্রান্সে জিহাদি হামলায় অন্তত ২৩০ জন নিহত হয়েছে। গত সপ্তাহে ল্যুভ মিউজিয়ামের কাছে ছুরি হাতে হামলা চালাতে আসা এক মিসরীয়কে গুলি করে পুলিশ।