ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১২

পর্যটকদের কাছে জনপ্রিয় ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভূমিধসে দুই শিশুসহ ১২ জনের মৃ্ত্যু হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 06:58 AM
Updated : 10 Feb 2017, 06:58 AM

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কিন্তামানি এলাকার কয়েকটি গ্রামে ভূমিধস হয়।

কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ডিজাস্টার এজেন্সির মুখপাত্র।

নিহতদের মধ্যে সাত বছর বয়সী একটি মেয়ে, এক বছর বয়সী একটি ছেলে শিশু ও তাদের মা রয়েছে।

রেড ক্রস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

ন্যাশনাল ডিজাস্টার এজেন্সির পক্ষ থেকে আগামী কয়েক দিন বালি দ্বীপে আরও ভারী বর্ষণ এবং তার প্রভাবে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণ থেকে ভূমিধসের ঘটনা নিয়মিত হলেও বালি দ্বীপে এ ধরণের ঘটনা খুব একটা দেখা যায় না বলে জানিয়েছে বিবিসি।

বরং বৃহস্পতিবারের ভূমিধসের জন্য পরিবেশবীদরা বালির অপরিকল্পিত নগর ব্যবস্থাকে দায়ী করেছেন।