এবার রাশিয়ার ভুল হামলায় প্রাণ গেল ৩ তুর্কি সেনার

উত্তর সিরিয়ায় আইএসের উপর রাশিয়া বিমানের ভুল হামলায় তিন তুর্কি সৈন্য নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১১ জন।

>>রয়টার্স
Published : 9 Feb 2017, 07:17 PM
Updated : 9 Feb 2017, 07:18 PM

বৃহস্পতিবার তুর্কি সেনা এমন খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ইসলামিক স্টেটের উপর আঘাত হানতে গিয়ে ভুলবশতঃ রাশিয়ার যুদ্ধবিমান তুর্কি সেনা ইউনিটের ব্যবহৃত একটি ভবনে বোমা নিক্ষেপ করে।

এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোন করে ঘটনার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একই সঙ্গে এই ভুল বোঝাবুঝির জন্য তিনি দুর্বল সমন্বয়কে দুষেছেন বলে ক্রেমলিনের একজন মুখপাত্র জানিয়েছেন।

এর আগে গত বছরের মাঝামাঝিতে তুর্কি-সিরীয় সীমান্তে রাশিয়ার একটি বোমারু বিমান গুলি করে ভূপাতিত করে তুর্কি বাহিনী।

তবে বৃহস্পতিবারের ঘটনা সিরিয়ায় ছয় বছর ধরে চলমান যুদ্ধে অনিচ্ছাকৃত সংঘর্ষের ঝুঁকির বিষয়টি আরও একবার সামনে নিয়ে এলো।

রাশিয়া ও তুরস্ক ছাড়াও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্র বাহিনী ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

যদিও রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে যুদ্ধে রয়েছে; বাশারের বিরোধীপক্ষকে মদদ যোগাচ্ছে তুরস্ক।

অনাকাঙ্ক্ষিত ওই হতাহতের ঘটনার পর মস্কো ও আঙ্কারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে সেনা সমন্বয়ের বিষয়ে একমত হয়েছেন বলে ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়।