বিচারকদের নিয়ে ট্রাম্পের সমালোচনায় হতাশ গর্সাচ

যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্য ‘হৃদয়বিদারক’ এবং ‘হতাশাজনক’ বলেই বর্ণনা করেছেন সুপ্রিম কোর্টের জন্য খোদ ট্রাম্প মনোনীত প্রার্থী নেইল গর্সাচ।

>>রয়টার্স
Published : 9 Feb 2017, 02:55 PM
Updated : 9 Feb 2017, 02:55 PM

ডেমোক্র্যাটিক একজন সিনেটরের কাছে গর্সাচ এ মন্তব্য করেন। ওই সিনেটরের মুখপাত্র পরে কথাটি জানান।

সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের উপর ট্রাম্পের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেওয়া বিচারক জেমস রবার্টকে টুইটারে ‘তথাকথিত বিচারক’ বলেন ট্রাম্প। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার দায় ওই বিচারকের বলেও মন্তব্য করেন তিনি।

গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা নিয়ে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করে যাচ্ছেন ট্রাম্প।

বুধবার তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ফেডারেল বিচারকরা তার ভ্রমণ নিষেধাজ্ঞার বিরোধিতা করছেন।   

বিচারব্যবস্থা নিয়ে ট্রাম্পের এ ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার মূল নীতিকে অসম্মান করা হচ্ছে বলে মনে করেন বিরোধী ডেমক্রেটিক দল ও ট্রাম্প সমালোচকরা।

যুক্তরাষ্ট্রে বিচারব্যবস্থাকে স্বাধীন বলে বিবেচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী; দেশটির সরকার, কংগ্রেস ও বিচারব্যবস্থা সমান ক্ষমতা সম্পন্ন।