ইন্দোনেশিয়ার উপকূলে নৌকা ডুবে ১৩ মৃত্যুর আশঙ্কা

মালয়েশিয়ার থেকে ১৫ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার সময় উত্তাল সাগরে ডুবে যাওয়া একটি নৌকার ১৩ আরোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

>>রয়টার্স
Published : 9 Feb 2017, 06:57 AM
Updated : 9 Feb 2017, 06:57 AM

মঙ্গলবার রাতের এ ঘটনার পর থেকে মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মালয়েশীয় ম্যারিটাইম কর্তৃপক্ষ।

উদ্ধার পাওয়া দুই আরোহী স্বামী ও স্ত্রী। তারা জানিয়েছেন, ওই রাতে ইন্দোনেশিয়ার সাবা দ্বীপের টাওয়ু বন্দরের অদূরে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

মঙ্গলবার রাতে নৌকাডুবির ঘটনা ঘটলেও স্থানীয়রা একদিন পর মালয়েশীয় ম্যারিটাইম সংস্থাকে ঘটনার কথা জানায়। 

বুধবার রাতে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তারা উদ্ধার অভিযান শুরু করেছে, কিন্তু ২৪ ঘন্টা পরে ঘটনার খবর পাওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে উঠবে।

সংস্থাটির আঞ্চলিক প্রধান মোহদ জুবিল মাটসোম বলেছেন, “চালক ও একটি বাচ্চাসহ মোট ১৩ জন ডুবে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জীবিত কাউকে পাওয়া যায় কিনা তা দেখতে তল্লাশি ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।”