অর্থ আত্মসাৎ মামলায় দোষী সাব্যস্ত রাশিয়ার বিরোধীদলীয় নেতা 

রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনিকে অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত।

>>রয়টার্স
Published : 8 Feb 2017, 03:05 PM
Updated : 8 Feb 2017, 03:12 PM

তাকে ৫ বছরের স্থগিত দণ্ডাদেশ দেওয়া হয়েছে। করা হয়েছে জরিমানাও।

আদালতের দণ্ডাদেশের কারণে আগামী বছরের নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিপরীতে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না নাভালনি।

তবে তারপরও তিনি নির্বাচনে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। নাভালনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

এবার নিয়ে দ্বিতীয়বারের মত নাভালনি দোষী সাব্যস্ত হলেন। তার প্রথম বিচারে আদালতের রায় অন্যায্য বলে নাকচ করে দিয়েছিল ইউরোপীয় মানবাধিকার আদালত। ফলে মামলাটির পুনর্বিচার করা হয়।

কিরভ রাজ্যের গভর্নরের উপদেষ্টা হিসাবে কাজ করার সময় নাভাল্‌নির বিরুদ্ধে  অর্থ আত্মস্যাতের অভিযোগ ওঠে।

 রাজ্যটির সরকার নিয়ন্ত্রিত একটি কাঠ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক কোটি ৬০ লাখ রুবল আত্মসাৎ করা একটি গ্রুপের নেতৃত্ব দেওয়া নিয়ে ২০১৩ সালের প্রথম বিচারে নাভালনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

তিনি বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।