ফিলিপিন্সে আগুনে গৃহহীন ১৫,০০০

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় বন্দর সংলগ্ন একটি ছোট শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ হাজার মানুষ গৃহহীন হয়েছে।

>>রয়টার্স
Published : 8 Feb 2017, 02:11 PM
Updated : 8 Feb 2017, 02:11 PM

বুধবার ম্যানিলার নগর কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

দমকল কর্মকর্তা এদিলবার্তো ক্রুজ জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় ১০ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর মধ্যে এলাকাটির প্রায় এক হাজার ঘর পুড়ে যায় এবং সাতজন আহত হয়।

এতে প্রায় ১৫ হাজার মানুষ গৃহহীন হয়েছে এবং তাদের অস্থায়ীভাবে কয়েকটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। টেলিভিশন, ওয়াশিং মেশিন ও কাপড়চোপড়সহ তাদের উদ্ধার করা জিনিসপত্র বন্দরমুখী প্রধান সড়কে ফেলে রাখা হয়েছে। এতে বন্দরমুখী কন্টেইনারবাহী ট্রাকগুলো আটকা পড়ে সড়কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

ম্যানিলা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর অন্যতম। শহরটির বিভিন্ন কারখানায় এবং ছোট শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ড হয়।

মাত্র এক সপ্তাহ আগে ম্যানিলার দক্ষিণে একটি কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ডে একজন নিহত ও শতাধিক শ্রমিক আহত হয়েছিল।

এর আগে ২০১৫ সালে রাজধানীর উত্তরে এক স্যান্ডেল কারখানায় আগুন লেগে ৭৪ জন শ্রমিক নিহত হয়।