‘বিতর্কিত’ ডেভোসই পেলেন ট্রাম্পের শিক্ষা মন্ত্রণালয়

ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের মধ্যস্থতায় শেষমেশ শিক্ষমন্ত্রী হিসেবে টিকে গেলেন ধনকুবের বেটসি ডেভোস।

>>রয়টার্স
Published : 7 Feb 2017, 10:13 PM
Updated : 7 Feb 2017, 10:50 PM

বেটসি ডেভোসকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মনোনয়ন নিয়ে দৃশ্যত বিভাজিত হয়ে পড়েছিল সিনেট। দীর্ঘ যুক্তি-তর্কের পর সিদ্ধান্ত গড়ায় ভোটে।

সমান সংখ্যক ভোটেও যখন বরফ গলছিল না, মাইক পেন্সের মধ্যস্থতায় সিদ্ধান্ত যায় ডেভোসের পক্ষে।

ইউএস সংবিধান অনুযায়ী, সিনেটের প্রেসিডেন্ট পদটি অলঙ্কৃত করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। তার ভোটের তখনই প্রয়োজন পড়ে যখন দু’পক্ষের ভোট সমান হয়ে যায়।

কার্যত শিক্ষা বিষয়ক কোনো অভিজ্ঞতা নেই মন্ত্রিপরিষদে স্থান পাওয়া এই ধনকুবেরের।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই প্রথম যেখানে একজন মন্ত্রীর মনোনয়ন টেকাতে ভাইস প্রেসিডেন্টের ভোটের প্রয়োজন পড়লো।

ভোটাভুটি শেষে বেটসি ডেভোস এক টুইটে বলেন, “আমি সিনেট প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞ এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রী হিসেবে আমাকে বেছে নেওয়ায় সম্মানিত বোধ করছি।”

“আসুন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করি,” যোগ করেন তিনি।

তবে মন্ত্রিত্ব পোক্ত হওয়ার আগে অন্তত ২৪ ঘণ্টা পক্ষে-বিপক্ষে বিতর্কের মধ্য দিয়ে গিয়েছেন সিনেটের ডেমোক্রেট প্রতিনিধিরা।